ইরানের সাথে চিনের ২৫ বছরের চুক্তি

ফাইল ছবি

সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে। দুই দেশের মধ্যে আড়াই দশক মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ইরানের সাথে ২৫ বছর মেয়াদি বাণিজ্য ও সামরিক সহযোগিতা চুক্তি করতে আজ শনিবার ২৭ মার্চ তেহরান যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

খাতিবজাদে বলেন, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান।

এই চুক্তির মাধ্যমে চীনের বেল্ট এন্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে বলেও জানান খাতিবজাদে। এ চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়াও দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতেও তেহরান ও বেইজিং সম্মত হয়েছে।

ইরানচীনসামরিক চুক্তি
Comments (0)
Add Comment