নগরীতে সৌন্দর্যের নামে যত্রতত্র কোনকিছু স্থাপন করতে দেয়া হবে না- চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের পর পরই নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগরীর দৃশ্যমান সমস্যা ও নাগরিক দুর্ভোগ লাঘবে ১০০ দিনের কর্মসূচী হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।

চসিক মেয়র গত ২২ মার্চ নগরীর আন্দরকিল্লায় পুরানো নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় বলেন, নগরীতে অবৈধভাবে কেউ কোন স্থাপনা দখল করে রাখতে পারবে না। সব সরকারি জায়গা দখলমুক্ত করা হবে। নগরীর সৌন্দর্যের নামে কেউ যত্রতত্র লাইটবোর্ড বা কোনকিছু স্থাপন করতে দেয়া হবে না। চসিকের চুক্তি ও নিয়ম মেনেই কাজ করতে হবে।

তিনি বলেন, নগরীতে যে ঠিকাদার কাজ করবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। কোথায় কি কাজ হচ্ছে তা কাউন্সিলররা তদারকি করবেন। উভয়ে পরামর্শ করে সিটি উন্নয়নের কাজ এগিয়ে নিতে হবে।

চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় কাউন্সিলর ও বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা চসিক উন্নয়নের নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এম রেজাউল করিম চৌধুরীচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রচসিক মেয়র
Comments (0)
Add Comment