মিয়ানমারে নিহত আরো ৫জন, বাড়ছে মৃত্যুর মিছিল

0 193

মিয়ানমারে বাড়ছে মৃত্যুর মিছিল। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত রোববার ১৪ মার্চ আরও পাঁচজন নিহত হয়েছে।

সাবেক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে আজ অন্তত ৩ জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবং ১০০র বেশি মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে দাবি করেছে।

ইয়াঙ্গুনের নিকটবর্তী বাগো শহরে গুলিতে নিহত হয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। ইয়াঙ্গুনে সহিংসতা বিষয়ক এক ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার সময় শহরটির হ্লাইং থারিয়ার এলাকায় এই বিক্ষোভকারীদের অনেককে ঘরে বানানো ঢাল ধরে থাকতে ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা গেছে।

গত মাসে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান আন্দোলনে শনিবার পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

 

Leave A Reply

Your email address will not be published.