আস্থার ভোটে জয়ী ইমরান খান

0 129

বিরোধীদের পক্ষ থেকে ক্ষমতা ছাড়ার বিষয়ে চাপ সৃষ্টি হলে ইমরান খান আস্থা ভোটের বিষয়টি বিবেচনায় নেন। গত বুধবার সিনেট নির্বাচনে ইমরান খানের মন্ত্রিসভার অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ পরাজিত হলে সরকারের বৈধতা অনিশ্চয়তার মুখে পড়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ক্ষমতা থেকে বিদায় নেয়ার জন্য দেশটির বিরোধীদলগুলোর পক্ষ থেকে ইমরান খানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হলে সংসদে আস্থা ভোটের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করে আস্থা ভোটের আয়োজন করেন। পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষে এই ভোটাভুটির আয়োজন করা হয়। ৩৪২ জন সদস্যের মধ্যে ইমরান খানের পক্ষে ভোট দিয়েছেন ১৭৮ জন। আস্থা ভোটে জিততে ইমরান খানের দরকার ছিল ১৭২ জন সংসদ সদস্যের সমর্থন। সেই ভোটে বিজয়ী হয়েছেন ইমরান খান

Leave A Reply

Your email address will not be published.