ভাসানচরের পথে পঞ্চম দফায় ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা

0 151

ভাসানচরের পথে পঞ্চম দফায় ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা। নোয়খালির ভাসান চরে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করেছে জাহাজগুলো। মিয়ানমার থেকে আসা শরনার্থীদের চোখে মুখে নতুন উদ্দীপনা নিয়ে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। এই শরনার্থী বহরে রয়েছে ছোট ছোট শিশুরাও। নৌ বাহিনী, কোস্টগার্ড, র‌্যাব এবং নৌ পুলিশের কড়া নজরদারিতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের বোটক্লাব জেটি থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দেয় প্রথম জাহাজ। পর্যায়ক্রমে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা করে আরও ৬টি।

আগামীকাল আরও প্রায় দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর কথা রয়েছে। এর আগে চার দফায় গেছে দশ হাজারের বেশি শরণার্থী।

বাংলাদেশে আসা রোহিঙ্গা শরনার্থীদেরকে পর্যায়ক্রমে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলমান থাকবে।কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় থাকা ১২ লাখ রোহিঙ্গা  মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। প্রাথমিকভাবে সেখান থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার।

Leave A Reply

Your email address will not be published.