চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাস্তায় ১০০ বিচারক

0 134


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামের ১০০ বিচারক রাস্তায় নেমেছেন। চট্টগ্রামে তারা মানববন্ধন ও র‌্যালি করেছেন।
আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের দামপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ র‌্যালি দামপাড়া থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।
জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা বাংলাদেশ আজ বিক্ষুব্ধ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সঙ্গে প্রতিবাদও করবে।
তিনি বলেন, চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক মানববন্ধন ও র‌্যালিতে অংশ নিয়েছেন। দেশবাসীকে তারা জানাতে চাচ্ছেন বিচারকরা শুধু বিচার করে না, প্রতিবাদও করতে জানে। জাতির জনকের প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনও সুযোগ নেই। তার সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব।

Leave A Reply

Your email address will not be published.