কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব গড়ি- চট্টগ্রামে প্রতিবন্ধী দিবস পালন

0 491

চট্টগ্রাম সংবাদঃ রিপোর্টার মোঃ রুবেল- ২০২০ ইং ৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে, এনহানসিং কমিউনিটি বেজড ইনক্লুসিভ ডেভলপমেন্ট ইন বাংলাদেশ ( ই সি বি আই ডি -বি) প্রকল্পের পরিকল্পনায়, অ্যালান্স অফ আরবান ডিপিওস ইন চিটাগং (এ ইউ ডি সি) আয়োজনে ১৩নং পাহাড়তলী ঝাউতলা ঝলক ক্লাব, প্রাঙ্গনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন করে টেকসই বিশ্ব গড়ি” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফিয়া বেগম সভাপতি এইউডিসি।

আরো বক্তব্য রাখেন আলী আহমদ, সহ সভপতি এইউডিসি, জাহান আরা বেগম হেনা, সাধারণ সম্পাদক, এ ইউডিসি, মানবাধিকার কর্মী ও নাগরিক ফোরাম সদস্য মোঃ মাইনুদ্দীন, অনলাইন টিভি রিপোর্টার মোঃ রুবেল, জিয়া উদ্দিন, রাফাত পারভিন, সুমি আক্তার, রোকেয়া আক্তার,রোজি আক্তার, মো ইসমাইল, লাইভলিহুড এন্ড ইনক্লুসন অফিসার সিডিডি,শাহ জালাল, জুনাইদ রহমান, ইমরান নাদিম, সামসুন্নাহার শানু, রেহাবিলি টেশন ও ফিল্ড অফিসার। উপস্থাপনায় ইমতিয়াজ খান পাঠান শিপ্লু ইসিবিআইডি প্রোগ্রাম অফিসার।

সভায় বক্তাগন বলেন শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন অনন্য প্রতিভা। শারীরিক বা যেকোনো প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, বরং ভিন্ন ধরনের সক্ষমতা। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অনেক কিছু করতে পারে। প্রতিবন্ধীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগাতে পারলে এরা মানবসম্পদে পরিণত হবে। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন যোগ্যতা অর্জনের মাধ্যমে দক্ষতা গড়ে তাদের স্বাবলম্বী করে তোলা যায়। সমাজের সব থেকে প্রান্তিক অংশ অসহায় প্রতিবন্ধীদের ইসলাম প্রদত্ত অধিকার সুরক্ষা হচ্ছে কি না, তা সবারই দেখা উচিত। মানবাধিকার, উপযুক্ত পরিচর্যা, অনুকূল পরিবেশ, আর্থিক সহযোগিতা, সহমর্মিতা ও সমবেদনা পেলে তারা দেশ ও জাতি গঠনে যোগ্য অংশীদার হতে পারে। তাই আসুন না, আমরা প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশে অত্যন্ত যত্নবান হই এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সচেতন হই।

Leave A Reply

Your email address will not be published.