খেলার সংবাদঃ মোঃ রুবেল- ইন্টার লিও ক্লাব ফুটবল টুনামেন্ট প্রতিযোগীতা ২০২০ চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন ও লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটনের আয়োজনে চারটি টীমের অংশগ্রহণে দুইদিন ব্যাপি খেলায় আজ ফাইনাল নগরীর পোলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়, কসমোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোঃ হাকীম আলীর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত লায়ন শেখ সামসুদ্দিন ছিদ্দিক পিএমজেএফ, ২য় ভাইস জেলা গর্ভনর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন অশেষ কুমার উকিল এমজেফ, কেবিনেট সেক্রেটারী, লায়ন আবু মোর্শেদ, বিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার, লায়ন আশীষ ভট্টাচার্য এমজেফ,রিজিয়ন চেয়ারম্যান, লায়ন মোসলেম উদ্দিনে অপু এমজেফ,লায়ন নেচার আহম্মদ, লায়ন পলাশ ধর, লায়ন এস,এম,মোখলেসুর রহমান,লায়ন এস,এইচ,শাহ বেলাল,লিও নাঈম,সরোয়ার,জিতু,লিও অনুপ কুমার প্রমূহ।
উক্ত ফাইনাল খেলায় লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটন দল ৩ -০ গোলো লিও ক্লাব অব চিটাগং অগ্রনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেন। খেলা শেষে চ্যাম্পিয়ান এবং রানারআপ দলকে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।