ছাত্রলীগ নেতা লিমন গ্রেফতার- পরিবারের দু:শ্চিন্তা, সমর্থকদের বিক্ষোভ

0 191

আদালতে বিচারকের এজলাসের সামনে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি মোক্তারের ওপর হামলার ঘটনায় সিআরবির জোড়া খুন মামলার অন্যতম আসামি, কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পরে তার তথ্যমতে একটি বিদেশি পিস্তলসহ তার সহযোগী সজল দাশকে গ্রেপ্তার করা হয়। সিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে
আদালতে সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি মোক্তার হোসেনকে মারধর করার মামলায় লিমনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাতে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তার স্বীকারোক্তিতে শেষ রাতে সহযোগী সজল দাশের কাছ থেকে  একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটা লিমনের উল্লেখ করে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সজল দাশ বলেছে, তাকে লিমনই পিস্তলটা রাখতে দিয়েছে।
এ ঘটনায় সজল দাশ ও লিমনকে আসামি করে পৃথক মামলা হয়েছে। আগে থেকে করা মারধরের মামলায় লিমনকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। অস্ত্র মামলায় লিমন ও সজলকে আজ (শুক্রবার) বিকালে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ৫ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে মেহেদিবাগ ইকুইটি ইমারেল্ড নামক ভবনের এফ/বি-৪ নং ফ্ল্যাট থেকে লিমনকে আটক করা হয়। লিমনের পরিবার এসময় তাকে আটকের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর মেলেনি বলে অভিযোগ করেছেন লিমনের বড় ভাই খাইরুল আলম ইমন।
তিনি বলেন, লিমন সব মামলায় জামিনে আছে। কোনো ওয়ারেন্ট নেই। কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তারা শুধু বলেছেন, উপরের নির্দেশ’আছে। পরে শুক্রবার তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে লিমনকে আটকের সংবাদ শুনে বৃহস্পতিবার রাতে তার বাসার সামনে জড়ো হন তার অনুসারীরা। লিমনের অনুসারীদের মধ্যে একাধিক জন আজাদীকে জানিয়েছেন, লিমনকে আটক করতে ডিবির যে টিম আসে তাদের মধ্যে নারী সদস্যরাই উপরে উঠেন। পুরুষ সদস্যরা নিচে তৈরি ছিলেন। তাকে গাড়িতে তুলে নিয়ে আসা হয় কোতোয়ালী থানাধীন সিআরবি ফাঁড়িতে। পরে রাত তিনটা/সাড়ে তিনটার দিকে তাকে লালদীঘির পাড় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত লিমনের অনুসারীদের কখনো ডিবি কার্যালয়ের সামনে, কখনো আদালতে ওঠার প্রবেশ মুখে সমবেত হয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

সূত্র: দৈনিক আজাদী

Leave A Reply

Your email address will not be published.