চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ভার্চুয়ালি ওপেন ৩১ আগস্ট থেকে

0 198

সামাজিক মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তির খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষার্থীদের ভেতর শুরু হয়েছিল তুমুল আলোচনা। কে কোন সাবজেক্টে পড়বেন, কখন ভর্তি হবেন, কার আগে কে ফি জমা দিবেন এ নিয়ে গত এক মাস ধরে তাদের ছিল হাজারও পরিকল্পনা।
অবশেষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেই স্বপ্ন বুঝি এবার বাস্তবে পূরণ হতে যাচ্ছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভার্চুয়াল ওপেন ডে’র মধ্য দিয়ে।
আগামী ৩১ আগস্ট সোমবার তারুণ্যমুখর এই বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে অটাম ২০২০ সেমিস্টারের ভার্চুয়াল ওপেন ডে। চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ইতোমধ্যে শুরু হয়েছে অনলাইনে ভর্তি কার্যক্রম। সরাসরি ক্যাম্পাসে না এসেও করোনার প্রাদুর্ভাব চলাকালীন বাড়িতে বসেও যেকোনো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবেন।
সিআইইউ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ লাভের সুযোগ। ভার্চুয়াল ওপেন ডে’র আওতায় শিক্ষার্থীরা পাচ্ছেন স্পট এডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, যৌথ শিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ অনেক সুবিধা।
যাবতীয় তথ্যের জন্য ছুটির দিন ছাড়া সপ্তাহের যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর জামালখানে সিআইইউ’র ক্যাম্পাসের এডমিশন অফিস শাখায় যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মুঠোফোনে যোগাযোগের নম্বর দু’টি হলো ০১৯৪৬-৯৭৩৭৭৮০১৮৪৪-২১৬৬৬০
ওয়েবসাইটের ঠিকানা: ciu.edu.bd, অফিসিয়াল পেইজ লিংক:
অনলাইন এডমিশন ফরমের বিষয়ে জানতে চাইলে ক্লিক করতে হবে: Applyonline এই লিংকে।
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অভ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অভ লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অভ ‘ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট।
সিআইইউ বরাবরই গুণগত শিক্ষা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.