মাশরাফির সাফল্য, নড়াইলে মাত্র ৪৫ মিনিটেই মিলবে করোনা টেস্টের ফল

0 147


নড়াইল-২ আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার প্রচেষ্টায় নড়াইল সদর হাসপাতালে জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার যাত্রা শুরু হয়েছে। খুলনা বিভাগের মধ্যে কোনো সরকারি হাসপাতালে প্রথম সংযোজিত অত্যাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী করোনা পরীক্ষা করে রোগিদের যথাযথ চিকিৎসা দেয়া সম্ভব হবে বলে অভিমত বিশেষজ্ঞদের। হাতের কাছে করোনা পরীক্ষার দূর্লভ এ উপহারে মানবিক এমপি মাশরাফির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নড়াইলবাসী।
শনিবার বেলা ১২টির দিকে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা পদ্ধতির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এম বি ডি সি পরিচালক অধ্যাপক ডা. মোঃ সামিউল ইসলাম। অনুষ্ঠানে তিনি ৬০০টি করোনা পরীক্ষা কিট সদর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, মাশরাফির বাবা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, নার্স, জিন এক্সপার্ট টেকনেশিয়ানসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মাশরাফি এই পরীক্ষা পদ্ধতির উদ্বোধন করে সমৃদ্ধ নড়াইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনীর পরই সদর হাসপাতালের নিচতলায় ১০৪ নং কক্ষে পূর্ব স্থাপিত জিন এক্সপার্ট ল্যাবরেটরিতে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগের বিভাগীয় মাইক্রোবায়োলজিস্ট মোঃ মামুন হাসান বলেন, অত্যাধুনিক এ প্রযুক্তির মাধ্যমে অপেক্ষাকৃত সংকটাপন্ন রোগীদের প্রয়োজন অনুযায়ী দ্রুত করোনা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
মাশরাফির উদ্যোগে নিজেদের দোড়-গোড়ায় স্বল্প সময়ে করোনা পরীক্ষার অত্যাধুনিক এ ব্যবস্থায় খুশি নড়াইলবাসী।

Leave A Reply

Your email address will not be published.