রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপকসহ ৮ জন আদালতে

0 128


রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজসহ ৮ জনকে বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতের আদালতের হাজতখানায় হাজির করা হয়েছে।

তাদের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৭ জুলাই) উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এজলাসে না তুলেই রিমান্ড আবেদনের শুনানি করা হতে পারে।

এর আগে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়ম ধরা পড়ায় গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেয়া হয়। এর পরপরই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা (মামলা নম্বর- ৫) করে র‌্যাব। এর মধ্যে আটজন গ্রেফতার রয়েছেন। ওই মামলায় শাহেদসহ নয়জনকে পলাতক হিসেবে এজাহারভুক্ত করা হয়।

অনিয়মের অভিযোগে সোমবার দুপুর ২টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল প্রথমে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে অবস্থিত রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। সেখান থেকে আটজনকে আটকের পর র‌্যাবের দলটি মিরপুরে রিজেন্টের অন্য শাখায় অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালটির ব্যবস্থাপকসহ আটজনকে আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার বিকেলেই উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব।

Leave A Reply

Your email address will not be published.