না ফেরার দেশে সাংসদ ফজলে করিম চৌধুরীর বড় ভাই ফজলে রাব্বী চৌধুরী

0 125


চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর মেঝ সন্তান ও রেপলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের চারবারের নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক(৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে মরহুমের লাশ নিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীসহ পরিবারের সদস্যরা রাউজানের গহিরার বাড়িতে আসেন। লাশ একটি হিমায়িত গাড়িতে রাখা আছে।
আগামীকাল শুক্রবার বাদে জুমা গহিরা হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম ফজলে রাব্বি চৌধুরী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
রাউজানের গহিরার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জম্ম নেওয়া ফজলে রাব্বি চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হন ১৯৯৬ সালে। চট্টগ্রামে তিনি একজন ক্রীড়া সংগঠক হিসাবেও পরিচিত মুখ। গত প্রায় দুই মাস ধরে করোনা পরিস্থিতিতে ফজলে রাব্বি চৌধুরী জীবনের ঝুঁকি নিয়ে রাউজানের বিভিন্ন জনপদে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সানি, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি সুমন দে, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সৈয়দ মেঝবাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.