করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেলো

0 105


মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত মোট মৃত্যু ছিল এক লক্ষ ৪৬ জন। সেখানে এ সময় পর্যন্ত মোট আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে সতেরো লক্ষ তেরো হাজার ৪৬৩ জন এবং এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন চার লক্ষ আটষট্টি হাজার ৭৭৮ জন।
অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটস্পট এখন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও ‍মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
তবে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নতুন করে ১১ হাজার ৬৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান।
ব্যাপক হারে করোনায় আক্রান্ত বাড়ার পাশাপাশি দেশটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৮০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সবমিলিয়ে দেশটিতে ২৩ হাজার ৪৭৩ জন করোনায় মারা গেছে।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৬১৩ জনের। আর সুস্থ হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৯৮৪ জন।

Leave A Reply

Your email address will not be published.