দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১ ও আক্রান্ত ১১৬৬

0 104


করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৬৬ জন। আর এ সময় মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭৪৮ জন। আর মারা গেছেন ৫২২ জন।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আগের দিনের নমুনাসহ মোট ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৭ হাজার ৯০৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৮৯ হাজার ৭১২ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬৬ হাজার ৫৫১ জন।

ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষ এবার রাজধানীতে ফিরতে শুরু করায় সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাই সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাসপাতালগুলোকে এখনই প্রস্তুত রাখার পরামর্শও দিয়েছেন তারা।

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছে পৌঁছেছে। এছাড়া দেশটিতে মারা গেছেন চার সহস্রাধিক মানুষ।

২৬ মে (মঙ্গলবার) এর আপডেট
গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১১৬৬ ৩৬৭৫১
মৃত্যু ২১ ৫২২
সুস্থ ২৪৫ ৭৫৭৯
পরীক্ষা ৫৪০৭ ২৫৮৪৪১
Leave A Reply

Your email address will not be published.