নিলামে চাঁদের টুকরো

0 398


নিলামে উঠেছে এক টুকরো চাঁদ! লন্ডনে ক্রিস্টিজ নিলাম ঘরে বিক্রির জন্য তোলা হয়েছে এখনও পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর। দাম উঠেছে ২ মিলিয়ন পাউন্ড।
সাড়ে ১৩ কেজি ওজনের পাথরটি কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে পৃথিবীতে এসে পড়েছে বলে ধারণা করা হয়। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়। এনডব্লিউএ12691 নামেই পরিচিত এই চাঁদের পাথর। এখনও পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে।
ক্রিস্টিজের সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমস হাইস্লপ বলছেন, পৃথিবীতে এখনও পর্যন্ত যত ‘মুন রক’ জমা হয়েছে তার মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। এই পৃথিবীর বাইরের কোনও বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভূত অনুভূতি রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এটা চাঁদেরই পাথর। যাচাই করে নেয়া হয়েছে। আকারে একটা ফুটবলের চেয়েও বড়। এই চাঁদের পাথর ২ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হচ্ছে বলেও জানিয়েছেন জেমস।
প্রসঙ্গত, সাহারা থেকে এর আগেও মহাজাগতিক বস্তু উদ্ধার হয়েছে। এই চাঁদের পাথরের খোঁজ প্রথম কে পেয়েছিলেন সেটা জানা যায়নি। তবে বিভিন্ন হাত ঘুরে এই পাথর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঠাঁই পায়।
জেমস বলছেন, অনেকেই বলছেন চাঁদের খসে পড়া অংশই উল্কার মতো পৃথিবীতে চলে এসেছে। এই মুন রকের আন্তর্জাতিক চাহিদা তাই অনেক।

Leave A Reply

Your email address will not be published.