বাংলাদেশের তৈরি পোশাক কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

0 135


করোনা ভাইরাসে ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অর্থনীতি। একের পর এক বাতিল হচ্ছে অর্ডার। তবে এই সংকটকালে বাংলাদেশের ব্যবসায়ীদের পাশে থাকছে সুইডেন।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন জানান, বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সকল স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান কারখানা সবকিছু্ বন্ধ রয়েছে। এমন একটি মুহুর্তে বিজিএমইএ থেকে জানানো হয়, ২৫ হাজার কোটি টাকার মতো ক্রয় আদেশ বাতিল করেছেন ক্রেতারা। এতে অর্থনৈতিক অবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়তে যাচ্ছে। তাই সরকার এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিছু কিছু কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.