গাজীপুরের দুই মহাসড়কে ১০ চেকপোস্ট এবং সিটির ৫৭ টি ওয়ার্ড লকডাউন

0 152

গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নগরীর ৫৭টি ওয়ার্ড লকডাউনের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। এছাড়া নগরের দুটি মহাসড়কে প্রায় দশটি চেকপোস্ট বসানো হয়েছে।
সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবংসেই সাতে পোশাক কারখানার অসংখ্য শ্রমিক অবাধে ঘুরা ফেরার প্রেক্ষাপটে তাইএই লগ ডাউনের ঘোষণা দেয়া হয়।
করোনাভাইরাস এর বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে মহানগরে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এই লকডাউন করতে হয়েছে। লকডাউনের সময় কোনও ওয়ার্ডে জনসমাবেশ চলবে না, এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
এছাড়াও মহানগরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার যানবাহন গাজীপুর থেকে কোনও যানবাহন যাতে রাজধানীতে ঢুকতে না পারে এবং অন্য কোনও জেলা থেকেও গাজীপুরে ঢুকতে না পারে সেজন্য এসব পয়েন্টে তল্লাশি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.