ঘরে বাজার পৌঁছে দিচ্ছে কোতোয়ালি থানা পুলিশ

0 113


নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনগণকে ঘরে রাখার চেষ্টার অংশ হিসেবে বাসায় বাজার পৌঁছে দিচ্ছে কোতোয়ালি থানা পুলিশ।

নগরীর পাথরঘাটা এলাকায় বাসায় বাসায় বাজার পৌঁছে দেয়, জনগণকে বাসায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন মাইকিং করছে। নগরীর বিভিন্ন স্থানে পুলিশ মাইকিং করে বাসায় থাকার অনুরোধের পাশাপাশি প্রয়োজনে পুলিশকে ফোন করারও অনুরোধ জানানো হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন দেশী টোয়েন্টিফোরকে বলেন, “আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং করেছি। যেন জনগণ নিজেরে ঘরে থেকে কোন প্রয়োজন থাকলে পুলিশকে জানায়। সেজন্য আমরা থানার নাম্বারও বলে দিয়েছি। “মাইকিং শুনে রাতে এক মহিলা ফোন করে আমাদের কাছ থেকে সহযোগিতা চাইলে আমরা বাজার পৌঁছে দিয়ে আসি এবং তারা পাঠানো বাজারের টাকা পরিশোধ করে দেয়।”

বাজারের জন্য ফোন করা রেবেকা সুলতানা নামে ওই গৃহবধূ দেশী টোয়েন্টিফোরকে বলেন, সকাল থেকে পুলিশ মাইকিং করেছে কাউকে বাসা থেকে বের না হওয়ার জন্য। আবার বাসা থেকে বের হতোও ভয় লাগছিল। সেজন্য ফোন করে পুলিশের সহায়তা চেয়েছিলাম। রাত আটটার দিকে ফোন করে আমাদের চাহিদার কথা বলার খুব অল্প সময়ের মধ্যে বাজার করে আমাদের ফোন করে ঠিকানা জানতে চায় থানা।

ঠিকানা বলার পর এস.আই.দিদার সহ পুলিশ সদস্যরা ১১’শ টাকার বাজার নিয়ে হাজির হয়।

Leave A Reply

Your email address will not be published.