করোনা প্রতিরোধ করা সম্ভব: মাশরাফি

0 174


করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিন কোভিড–১৯ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে ভীষণ আতঙ্কের মধ্যে বাস করছে সাধারণ মানুষ। বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলাধুলা। বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগও।

মাশরাফি বিন মুর্তজা শুধু একজন খেলোয়াড় নন, একজন সাংসদ ও। একজন জনপ্রতিনিধি হিসেবে করোনা নিয়ে শুধু ভাবলেই হচ্ছে না, মানুষকে সচেতন করার কাজটাও তাঁকে করতে হচ্ছে। মাশরাফি এই মুহূর্তে আছেন নড়াইলে। নিজ এলাকায় যেখানেই যাচ্ছেন মাশরাফি আহবান করছেন করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে। কাল যেমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বাংলাদেশের সফল অধিনায়ক বললেন, ‘সারা পৃথিবীতে করোনা মহামারী রূপ নিয়েছে। এটা প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করতে হবে।’

আপাতত বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যেখানেই থাকুক, স্যানিটাইজার কিংবা সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার রাখাসহ অন্যান্য নিয়ম যেন মানা হয়, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর কথা বলছেন মাশরাফি।

করোনা নিয়ে এখন সবাই আতঙ্কিত। ভাইরাসের সংক্রমণ এত দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে, উদ্বিগ্ন সারা দেশ, সারা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাশরাফি বারবার সচেতনতা বৃদ্ধির কথাই বলছেন। দুদিন আগে নড়াইল জেলা হাসপাতালে তিনি বলেছেন, ‘করোনা নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, সচেতন থাকতে হবে আমাদের। বাসার মানুষকে সচেতন করতে হবে। আশপাশে সবাইকে সচেতন করতে হবে।

আশা করি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশের সব মানুষ নিরাপদ থাকুক সেই দোয়া করি।’

Leave A Reply

Your email address will not be published.