চট্টগ্রামে সেনাবাহিনীর তল্লাশি ৭ প্রবেশ পথ

0 146
চট্টগ্রামে সেনাবাহিনীর তল্লাশি ৭ প্রবেশ পথ

নিজস্ব প্রতিবেদক :

কঠোর লকডাউনে সেনাবাহিনীর সদস্যরা চট্টগ্রামের ৭টি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছেন ।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করে।

এছাড়াও লকডাউনে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাঠে রয়েছে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৭) ও আনসার সদস্যরা।

এদিকে,  নগরীর ২নং গেইট, জিইসি,টাইগার পাস সহ নগরীর গুরুত্বপূর্ন মোড় গুলোতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশের সঙ্গে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নিয়ে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেওয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে গণমাধ্যমসহ কিছু জরুরি পরিষেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.