‘হ্যালো ছাত্রলীগ’ চট্টগ্রামে বিনামূল্যে ছাত্রলীগের অ্যাম্বুলেন্স সেবা

0 159

মঈন উদ্দিন : 

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের সহযোগিতায় তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এ সেবা প্রদান করা হবে। কঠোর লকডাউনে (বিধিনিষেধ) চট্টগ্রাম মহানগর এলাকায় দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিতে ‘হ্যালো ছাত্রলীগ’ নামে কার্যক্রম চালু করেছে ছাত্রলীগ।

বুধবার (৩০ জুন) বিকেলে এ সেবার উদ্বোধন করেন নগরের বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন- নগরের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন জয়, যুবলীগ নেতা কামাল উদ্দিন, নগর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক আরজু ইসলাম বাবু, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সাকিল, সিটি কলেজ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম কামাল, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক কায়েস হাসমি ও পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা নুরুল বশর বিপলু প্রমুখ।

এ কার্যক্রমের উদ্যোক্তা ও ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘করোনা মহামারিতে দরিদ্র অসহায় মানুষ অ্যাম্বুলেন্স সেবা না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংকট রয়েছে লাশবাহী অ্যাম্বুলেন্সেরও। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইকে জানালে তিনি আমাদের অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে নগরে এই অ্যাম্বুলেন্স সেবা প্রদান করব। দুটি অ্যাম্বুলেন্স রোগী পরিবহনে ও একটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে মরদেহ পরিবহনে নিয়োজিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই জরুরি সেবা নিশ্চিত করতে হটলাইনে ২৪ ঘণ্টা আমি নিজেসহ পালাক্রমে দায়িত্ব পালন করবেন নগর ছাত্রলীগ নেতা মো. আরজু ইসলাম বাবু, কাশেম হাসমি, নুরুল বশর বিপলু ও তানজিল বিন রফিক। হটলাইন নম্বরগুলো হলো- ০১৮১৯-৮৮৬৩৬৬, ০১৮১৯-৬১২১৭৭, ০১৮২৪-৯৩৪৩৪৬, ০১৮১১-৬৫১৮২৭ ও ০১৮২৫-৩৫৯৩৯৫।’

Leave A Reply

Your email address will not be published.