চট্টগ্রামে করোনার সর্বশেষ তথ্য

0 198

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৬৩৫ জন। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯১ জন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৪৫৪ জন।

বৃহস্পতিবার (১০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৮১৫  জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬২ জন এবং বিভিন্ন উপজেলার ৫৭ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত  তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা, বাকি দুজন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬৩৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫১ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৩ জন।

চলতি মাসের আজকের দিন (১০ জুন) পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ১৬৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ২৮৯ জন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.