হামাসের পাল্টা রকেট হামলায় বিপর্যস্ত তেলআবিব

0 173


ইহুদিবাদী ইসরাইলের ক্রমাগত বিমান হামলার জবাবে রাজধানী তেল আবিবে নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে হামাস।

মঙ্গলবার (১১ মে) রাতে তেল আবিবকে লক্ষ্য করে তারা অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলের এত গভীরে এত বিপুল সংখ্যক রকেট নিক্ষেপের ঘটনা এই প্রথম।

ইসরায়েলের গণমাধ্যমগুলোতে খবর প্রকাশ হচ্ছে, সোমবার রাত থেকে এ পর্যন্ত গাজা থেকে ইসরাইলে কমপক্ষে ৪০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীদের এসব রকেট হামলায় অন্তত চার ইসরাইলি নিহত ও শতাধিক ইহুদিবাদী আহত হয়েছে।

মঙ্গলবার রাতে হামাস ও ইসলামি জিহাদের রকেট বৃষ্টি শুরু হলে গোটা তেল আবিব নগরী ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেনের বিকট শব্দ শুনে মানুষ ছোটাছুটি করে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।

এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি, গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের মতো বৃহত্তম হামলা চালিয়েছি।মাত্র ৫ মিনিটে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহর ও বন্দরনগরী এশদুদে ১৩৭টি রকেট নিক্ষেপ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.