ফটিকছড়ি বইমেলায় নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার বুক স্টল উদ্বোধন

0 254
ফটিকছড়িতে বইমেলায় নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার বুক স্টল উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বসহ অতিথিবৃন্দ।

ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বইমেলায় নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার বুক স্টল উদ্বোধনকালে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বইমেলা শত শত বছর ধরে সভ্যতা, ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে আছে। মেলা যেমন বিভিন্ন ধরনের হয়ে থাকে তেমনি এর পৃষ্ঠপোষকরাও হয় বিভিন্ন রকমের। এর মধ্যে বইমেলা সব শ্রেণির মানুষের মধ্যে নব আবেদন সৃষ্টি করে। বইমেলার প্রচলন খুব প্রাচীন নয়। তবে সম্প্রতি বইমেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বইমেলা পাঠকদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। মানুষের চিন্তাভাবনা জ্ঞানধারণাকে বিস্তৃত করে তোলে, মানুষকে সুখী তৃপ্ত করে। বইমেলার মাধ্যমে একটি দেশের সাহিত্যশিল্পসাংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। এটি জ্ঞানান্বেষী কোটি কোটি মানুষের জ্ঞানতীর্থ। ২৭ মার্চ শনিবার সকালে নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার বুক স্টল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, বইমেলা সমন্বয়ক হোসাইন এমরান, বেসরকারী গণগ্রন্থাগার সভাপতি মুহাম্মদ শফিউল আজম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফটিকছড়ি উপজেলা সমন্বয়ক এ্যাড মো. খোরশেদুল আলম, মুজিবুল হক, মিশু সিকদার, ইবনু, মাস্টার শাহাজাহান, মো. খোরশেদ আলম, পেয়ার আহাম্মদ আফিফ, খোকন, বিষু শিকদার, পেয়ার আফিফ, ইউনিয়ন গণগ্রন্থাগার সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সদস্য মুহাম্মদ পারভেজ, অফিস সহকারী মুহাম্মদ ইসমাইল প্রমুখ।

 

 

Leave A Reply

Your email address will not be published.